Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্প-জেলেনস্কির ফোনালাপে উপস্থিত ইলন মাস্কও

আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ১৮:৩৫

ফোনালাপের এক পর্যায়ে জেলেনস্কির সঙ্গে ইলন মাস্কেরও কথা বলিয়ে দেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। প্রায় ২৫ মিনিট কথা হয় উভয়ের। ফোনালাপের এক পর্যায়ে জেলেনস্কির সঙ্গে ইলন মাস্কেরও কথা বলিয়ে দেন ট্রাম্প।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে টেসলা কর্তা ইলন মাস্কের ভূমিকা কী হতে পারে, তা নিয়ে বিস্তর চর্চা চলেছে গত কয়েক দিনে। ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন তার প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে ইলনের। তবে কী ভূমিকায় দেখা যাবে টেসলা কর্ণধারকে, তা নিয়ে এখনও ধোঁয়াশাই রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন-ট্রাম্পের জয়ে ১ ট্রিলিয়নের দ্বারপ্রান্তে টেসলা

এই জল্পনা-গুঞ্জনের মাঝেই ইলনের সঙ্গে ফোনকলে জেলেনস্কির সঙ্গে কথা বলালেন ট্রাম্প। তা হলে কি আগামী দিনে ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনে রুশ-ইউক্রেন উতপ্ত পরিস্থিতি প্রশমনে কোনো ভূমিকায় দেখা যেতে পারে ইলনকে?

এএফপি তথ্য অনুসারে, ফোনকলে জেলেনস্কি স্টারলিংকের মাধ্যমে ইউক্রেনকে যে স্যাটেলাইট সরবরাহ করছেন তার জন্য মাস্ককে ধন্যবাদ জানান। মাস্ক বলেছেন, তিনি স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদান চালিয়ে যাবেন।

এরাবের নির্বাচনে ইলন ট্রাম্পের পক্ষে জোরালোভাবে প্রচার চালিয়েছিলেন। ট্রাম্পের প্রচারে অর্থ সরবরাহকারী মধ্যে তিনি প্রথম সারির একজন ছিলেন। এর আগে এই ধনকুবের প্রাথমিকভাবে ইউক্রেনকে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ প্রদান করেছিলেন মার্কিন সরকারসহ অন্যান্য বিভিন্ন সংস্থার অর্থায়নের সাহায্যে।

নির্বাচনি প্রচারে ট্রাম্প যুদ্ধ বন্ধের ওপর জোর দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব।’ নির্বাচনে জয়ী হওয়ার পরেও বিজয় ভাষণে নব নির্বাচিত প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছিলেন, ‘তিনি নতুন করে কোনো যুদ্ধ শুরু করবেন না। বরং যুদ্ধ থামাতে সাহায্য করবেন।

বিজ্ঞাপন

ট্রাম্প ও ইলনের সঙ্গে ফোনে কথোপকথনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন জেলেনস্কি। সেখানে অবশ্য ইলনের সঙ্গে কথা বলার কোনও প্রসঙ্গ উল্লেখ নেই। তবে তিনি লিখেছেন, নব নির্বাচিত প্রেসিডেন্টকে জয়ের জন্য অভিনন্দন জানাতেই তিনি ফোন করেছিলেন।

সারাবাংলা/এইচআই

ইলন মাস্ক জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর