ভিনিসিয়াসের হ্যাটট্রিকে জয়ের ধারায় ফিরল রিয়াল
৯ নভেম্বর ২০২৪ ২১:০২
সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই ম্যাচ হেরে বেশ চাপে ছিলেন তারা। ছন্নছাড়া রিয়াল মাদ্রিদ এবার স্বরূপে ফিরেছে দুর্দান্তভাবেই। লা লিগার ম্যাচে ঘরের মাঠে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক হ্যাটট্রিকে ওসাসুনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
লা লিগার এল ক্লাসিকোতে ৪-০ ও চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের কাছে ৩-১; দুই হাই ভোল্টেজ ম্যাচে বড় হারে ব্যাকফুটে ছিল রিয়াল। নানা দিক থেকে ধেয়ে আসা সমালোচনার জবাব মাঠেই দেবে রিয়াল, ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগে এমনটাই জানিয়েছিলেন কোচ আনচেলত্তি। রিয়াল করে দেখালো সেটাই।
ম্যাচের শুরু থেকেই ওসাসুনার রক্ষণভাগকে দারুণ চাপে রেখেছেন ভিনিসিয়াস, বেলিংহাম, এমবাপেরা। তবে ২০ মিনিটের মাথায় ধাক্কা খায় রিয়াল। ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন রদ্রিগো। ৩০ মিনিটের মাথায় ইনজুরির কারণে বদলি করতে হয় আরেক ব্রাজিলিয়ান এডার মিলিতাওকেও।
দুই ফুটবলারকে হারানোর হতাশার মাঝেই ৩৪ মিনিটে রিয়ালকে স্বস্তির গোল এনে দেন ভিনিসিয়াস। জুড বেলিংহামের অ্যাসিস্টে বল জালে জড়িয়ে উল্লাসে ভাসেন ভিনি। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম। আসেনসিওর বাড়ানো বলে এবারের মৌসুমে লিগে নিজের প্রথম গোলের দেখা পান বেলিংহাম।
৬১ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পান ভিনিসিয়াস। গোলকিপার লুনিন থেকে পাওয়া বলে দারুণ এক দৌড়ে একাই পরাস্ত করেন ওসাসুনা কিপারকে। ৬৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়াস। ব্রাহিম ডিয়াজের পাসে দারুণ এক গোলে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন তিনি।
শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয়েই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল রিয়াল। এখনো বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছেন তারা।
সারাবাংলা/এফএম