Saturday 09 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেতানিয়াহুর প্রতি আস্থা নেই ৫৮ শতাংশ ইহুদির

আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ২০:৫৫

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

প্রায় ৫৮ শতাংশ ইহুদিই আস্থা হারিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি। নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পর এই আস্থার সংকটের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি অধিকৃত অঞ্চলে পরিচালিত একটি জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি মিডিয়ায় ওই জরিপের ফলাফল প্রকাশ করে।

ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫৫ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী বিশ্বাস করেন, গাজা যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থের কারণেই দীর্ঘায়িত হবে। ৬২ শতাংশ ইহুদি বিশ্বাস করেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের উত্তরসূরি হিসাবে নিযুক্ত ইসরায়েল কাৎজ এই পদে উপযুক্ত নন।

জরিপের আরেকটি ফলাফলে দেখা গেছে, প্রায় ৪৫ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েলি গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে হতাশা।

সম্প্রতি গ্যালান্টকে বরখাস্ত করার পর নেতানিয়াহু জানায় তার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে ‘আস্থার সংকট’ যুদ্ধ পরিচালনায় বাধা সৃষ্টি করছিল। গ্যালান্টের ওপর নেতানিয়াহুর অভিযোগ, তিনি গাজায় ‘জিম্মি-মুক্তি চুক্তির’ পক্ষে ছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪৩ হাজার ৫৫২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ, ২ হাজার ৭৬৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। সূত্র: ইরনা।

সারাবাংলা/এসআর

ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদি নেতানিয়াহু

বিজ্ঞাপন

খুনের ৫০ বছর পর আসামি গ্রেফতার
৯ নভেম্বর ২০২৪ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর