মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যর ভেতরে ছয়টি রাজ্যের ভোটেই জিতে গিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাকি ছিল অ্যারিজোনা। অবশেষে এই অঙ্গরাজ্যটির বিজয়ও ছিনিয়ে নিলেন ট্রাম্প। আর এর মাধ্যমে শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ।
সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্য বা ‘সুইং স্টেট’ এর মধ্যে শুরুতে পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং নেভাডার ভোটে জয়ী হন ট্রাম্প।
অ্যারিজোনায় মোট ৫৩৮ আসনের মধ্যে ৩১২টি আসন জিতেছেন রিপাবলিকান পার্টি এবং ইলেক্টোরাল ভোট এসেছে মোট ১১টি।
অন্য দিকে,ডেমোক্র্যাট প্রার্থী কমলা পেয়েছেন ২২৬ আসন। হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাতে ট্রাম্পের দলের প্রয়োজন ছিল ২৭০ আসন।
কিন্তু ৬ নভেম্বর ফলাফল প্রকাশের পরে দেখা যায়, কমলাকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন ট্রাম্প।
যদিও সব বুথফেরত সমীক্ষাতে কমলাই এগিয়ে ছিলেন। কিন্তু সেই সব সমীক্ষাকে ভুল প্রমাণিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন রিপাবলিকানরা।
এর আগে,২০১৬ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেই সময় রিপাবলিকানরা পেয়েছিলেন ৩০৪ আসন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প।