স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান
১০ নভেম্বর ২০২৪ ১৭:৩৮
ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন আরও পাঁচজন। নতুন এসব উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। ধারণা করা হচ্ছে, সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হতে পারেন তিনি।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে হবে নতুন পাঁচ উপদেষ্টার শপথ। একাধিক সূত্র জানিয়েছে, ওই অনুষ্ঠানেই অধ্যাপক সায়েদুরও উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তবে আরেকটি সূত্র জানিয়েছে, উপদেষ্টার বদলে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীও হতে পারেন।
অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এর আগে গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান।
বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. সায়েদুর রহমান এর আগে বিএসএমএমইউয়ের ইনফরমেশন টেকনোলজি বিভাগের পরিচালক এবং রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিএসএমএমইউতে যোগ দেওয়ার আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন তিনি।
১৯৭৮ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করা সায়েদুর রহমান এমবিবিএস করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ থেকে উচ্চতর ডিগ্রি নেন।
অধ্যাপক ডা. সায়েদুর রহমান ছাত্রজীবন থেকেই বিভিন্ন ওষুধ সংক্রান্ত নীতি ও নিয়ন্ত্রক প্রক্রিয়া নিয়ে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বাংলাদেশের অল্প কয়েকজন মেডিকেল ছাত্রদের মধ্যে অন্যতম, যারা সক্রিয়ভাবে জাতীয় ওষুধ নীতি ১৯৮২ সমর্থন করেছিলেন। তিনি সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে জাতীয় ওষুধ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।
এরপর তিনি বিভিন্ন জাতীয় পর্যায়ের টাস্ক ফোর্স, টেকনিক্যাল কমিটি এবং ওয়ার্কিং গ্রুপের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি এবং বাংলাদেশ কোড অফ ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিসের অন্যতম লেখক।
অধ্যাপক সায়েদুর ৩২ বছর ধরে স্নাতক ও স্নাতকোত্তর মেডিকেল শিক্ষকতার দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) আইটি কমিটির চেয়ারম্যান। অ্যাডভারস ইফেক্টিভ ফর ইমিউনাইজেশন, ন্যাশনাল অ্যাডভারস ড্রাগ রিঅ্যাকশন অ্যাডভাইজারি কমিটি এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইথিক্স রিভিউ কমিটির সদস্যও তিনি। এ ছাড়া ন্যাশনাল রিসার্চ ইথিক্স কমিটি এবং ন্যাশনাল ফার্মাকোভিজিল্যান্স গাইডলাইন প্রণয়নকারী কমিটির চেয়ারম্যান ছিলেন।
অধ্যাপক রহমান জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন গবেষণা অনুদান কমিটির সদস্য। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল র্যাংকিং স্ট্যাটাস ইমপ্রুভমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক রহমান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি, এমডি, এমফিল ডিগ্রির জন্য ৪০ টিরও বেশি থিসিসের তত্ত্বাবধান করেছেন। তিনি বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের অধীনে চিকিৎসা বিজ্ঞানে শতাধিকএমডি, এমএস, এমফিলl থিসিসের পরীক্ষক এবং পর্যালোচক হিসেবেও কাজ করেছেন। অধ্যাপক রহমানের জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে পঞ্চাশটিরও বেশি প্রকাশনা রয়েছে।
সারাবাংলা/এসবি/ইআ