Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়িতে ধর্ষণ চেষ্টা, রনির বিরুদ্ধে মামলার প্রস্তুতি


১০ জুন ২০১৮ ১৮:৩৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ব্যক্তিগত গাড়িতে নিয়ে ধর্ষণ চেষ্টায় আটক মাহমুদুল হক রনির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণেশ গোপাল (জিজি) বিশ্বাস সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আটক রনি থানা হেফাজতে রয়েছে, তার গাড়িটিও জব্দ করা হয়েছে। হাজির করা হয়েছে ভুক্তভোগী দুই নারীকেও। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের অভিযোগ অনুযায়ী মামলা করা হবে।’

মাহমুদুল হাসান রনি একজন ব্যবসায়ী, তিনি জিগাতলায় পরিবার নিয়ে থাকেন জানিয়ে জিজি বিশ্বাস বলেন, ‘বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাস করা রনি ধর্ষণচেষ্টার কথা অস্বীকার করেছেন।’

তবে তার কথা আমলে নেওয়ার কোনো কারণ নেই মন্তব্য করে জিজি বিশ্বাস বলেন, ‘ভুক্তভোগী দুই নারী লিখিত অভিযোগ দিচ্ছে। তারপরই মামলা করা হবে, আমরা আমাদের সব প্রস্তুতি শেষ করেছি।’

গতকাল ৯ জুন ( শনিবার) রাতে মাহমুদুল হক রনি তার চলন্ত গাড়িতে এক নারীকে ধর্ষণ চেষ্টাকালে রাস্তায় চলাচল করা লোকজন কলেজগেট এলাকায় গাড়িটি আটক করে। সেখানেই রনি এবং তার গাড়িচালককে মারধর করে। এ সময় গাড়িচালক পালিয়ে যেতে সক্ষম হলেও রনিকে পুলিশের হাতে তুলে দেয় উপস্থিত মানুষ।

জিজি বিশ্বাস বলেন, রাত আড়াইটার দিকে দুই নারীর মধ্যে একজনকে কলেজগেইট এলাকায় নামিয়ে দিয়ে আরেকজনকে নিয়ে রনি গাড়িতে থেকে যান।

রনির গাড়ি আটক, চালকসহ তাকে মারধরের বিষয়টি ভিডিও করে একজন পথচারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে সেটি ভাইরাল হয়ে যায়।

সারাবাংলা/জেএ/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর