Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন ৩ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ২০:১৪

বঙ্গভবনে শপথ নিচ্ছেন ৩ উপদেষ্টা। ছবি: বিটিভির ভিডিও থেকে নেওয়া

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও তিনজন। রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন উপদেষ্টা হিসেবে। এ নিয়ে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের আকার দাঁড়াল ২৪ জনে।

শপথ নেওয়া তিন উপদেষ্টা হলেন— শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তবে তাদের মধ্যে এখনো দফতর বণ্টন হয়নি।

বিজ্ঞাপন

রোববারে (১০ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এ সময় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

নতুন তিন উপদেষ্টার মধ্যে সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সেখ আকিজ উদ্দিনের সন্তান। আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তিনি।

আরেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা। নব্বইয়ের দশকের শেষ ভাগ থেকে তিনি নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণ করে খ্যাতি কুড়িয়েছেন, পেয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক পুরষ্কার।

আর মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বস্থানে ছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ শপথ নেয়। সেদিন প্রধান উপদেষ্টা ছাড়াও ১৩ জন উপদেষ্টা শপথ নেন। এরপর একাধিকবার উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়। শেষ পর্যন্ত আজ উপদেষ্টা পরিষদ ২৪ জনে রূপ নিলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ উপদেষ্টাদের শপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর