Sunday 10 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি লতিফ ফের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ২১:১৮

সাবেক এমপি এম এ লতিফের ফের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ফের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৩০ অক্টোবর নগরীর ডবলমুরিং থানায় দায়ের হওয়া আরেকটি খুনের মামলায় আওয়ামী লীগের সাবেক এই এমপি তিন দিনের রিমান্ডে ছিলেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান সারাবাংলাকে জানান, কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রোববার বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় এম এ লতিফকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট নগরীর কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে এম এ লতিফের নির্দেশে আগ্নেয়াস্ত্র ও লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে গুরুতর আহত হন সাইফুল ইসলাম নামে ব্যক্তি।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গত ৯ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ সেপ্টেম্বর সাইফুল মারা যান। এ ঘটনায় মঈন উদ্দিন নামে একজন বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে, গত ১৭ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে এম এ লতিফকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই বিকেলেই তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত ৮ অক্টোবর কারাগারের শৌচাগারে ওজু করতে গিয়ে পড়ে মাথায় আঘাত পান এম এ লতিফ। এরপর টানা ২০ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রিজন সেলে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত ২৮ অক্টোবর তাকে কারাগারে আনা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

এমপি লতিফ টপ নিউজ রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর