Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উড়তে থাকা বার্সাকে মাটিতে নামিয়ে আনল সোসিয়েদাদ


১১ নভেম্বর ২০২৪ ০৯:১৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১২:১৯

লিগে প্রথম হারের স্বাদ পেল বার্সা

এই মৌসুমে লা লিগায় অবিশ্বাস্য ফর্মে ছিলেন তারা। মৌসুমের শুরু থেকেই লিগে অপরাজিত থাকা বার্সেলোনাকে এবার প্রথম হারের তিক্ত স্বাদ দিল রিয়াল সোসিয়েদাদ। নিজেদের মাঠে বার্সাকে ১-০ গোলে হারিয়ে উড়তে থাকা হ্যান্সি ফ্লিকের দলকে মাটিতে নামিয়ে আনল সোসিয়েদাদ।

লা লিগায় এই মৌসুমে একটি ম্যাচও না হারা বার্সা শীর্ষস্থানে ছিল বেশ মজবুত অবস্থানেই। রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থেকে সোসিয়েদাদের মাঠে খেলতে গিয়েছিল কাতালানরা। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সহজ জয়ে আরও দৃঢ় হবে শীর্ষস্থান, ধারণা করা হচ্ছিল এমনটাই।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতে দাপট দেখিয়েছে বার্সাই। ১৪ মিনিটে এগিয়েও যায় তারা। রবার্ট লেভানডস্কির গোল অবশ্য অফসাইডের কারণে বাতিল করে ভিএআর।

৩৩ মিনিটে বার্সাকে চমকে দিয়ে লিড নেয় স্বাগতিকরা। সুচিচের অ্যাসিস্টে বল পেয়ে বার্সা কিপারকে পরাস্ত করেন শেরাল্ডো বেকার। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় সোসিয়েদাদ।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া বার্সা একের পর এক আক্রমণ সাজালেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না তারা। বেঞ্চে থাকা লামিন ইয়ামালের অভাবটা ভালোভাবেই বুঝতে পেরেছেন কাতালানরা। প্রতিবারই সোসিয়েদাদের শক্ত রক্ষণভাগ প্রতিহত করেছে রাফিনহাদের। হ্যান্সি ফ্লিকের অধীনে এই প্রথম কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে বার্সা। বাতিল হওয়া গোল ছাড়া ম্যাচে একটি শট অন টার্গেটও ছিল না তাদের!

শেষ পর্যন্ত ১-০ গোলের দুর্দান্ত এক জয় নিয়েই মাঠ ছাড়ে সোসিয়েদাদ। এই হারে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বার্সা। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে উঠে এসেছে সোসিয়েদাদ।

বিজ্ঞাপন

বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর