নিজ বাড়ির ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
১১ নভেম্বর ২০২৪ ১১:৪৪
বগুড়া: জেলার দুপচাঁচিয়া উপজেলায় উম্মে সালমা(৫০) নামে এক গৃহবধু নিজ বাড়িতে খুন হয়েছেন। তার মরদেহ বাড়ির ডিপ ফ্রিজে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।
রোববার (১০ নভেম্বর) এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
এ হত্যাকান্ড সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানায় পুলিশ।
তবে নিহতের স্বামী ও ছেলে অভিযোগ করবেন এবং অভিযোগ পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দুপচাঁচিয়া থানা পুলিশ জানান, নিহতের স্বামী উপজেলার ডিএস মাদ্রাসার শিক্ষক মাওলানা আজিজুর রহমান এবং ছেলে মাদ্রাসা পড়ুয়া ছাত্র সাদ বিন আজিজ। তারা স্বপরিবারে জয়পুর পাড়ার একটি চার তলা ভবনের তিন তলায় থাকতেন।
ঘটনার সময় বাড়িতে নিহতের স্বামী বা ছেলে কেউই উপস্থিত ছিলেন না।
ঘটনার দিন ছেলে সাদ বাড়ি ফিরে মাকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকেন। এ সময় বাড়ির জিনিসপত্র অনেক এলোমেলো অবস্থায় পান তিনি। মাকে না পেয়ে বাবাকে জানান তিনি এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা বাড়ির ডিপ ফ্রীজের ভেতরে নিহত উম্মে সালমার হাত পা বাধা মরদেহ খুঁজে পান।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন।
এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানিয়েছেন, এটি একটি হত্যাকান্ড।
নিহত সালমার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) ময়না তদন্ত শেষে তার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবার।
সারাবাংলা/এসডব্লিউ