সাফজয়ী নারী ফুটবলাররা প্রত্যেকে পাচ্ছেন ৩ লাখ টাকা
১১ নভেম্বর ২০২৪ ১৪:৫৩
ঢাকা: ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪’ বিজয়ী বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের জন্য ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকার চেক ইস্যু করেছে ক্রীড়া পরিষদ।
সোমবার (১১ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চেক ইস্যু করা হয়।
যুগ্ম সচিব মো. আমিনুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২৪’ বিজয়ী বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলকে উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদের প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী দলের ৩২ জন সদস্যের (খেলোয়াড় ও অফিসিয়াল) প্রত্যেককে ৩,১২,৫০০.০০ (তিন লক্ষ বার হাজার পাঁচশত) টাকা মাত্র মূল্যের একাউন্ট পে চেক তাদের নিকট হস্তান্তরের জন্য ৩২টি চেক স্ব-স্ব নামে প্রস্তুত করে প্রাপ্তি স্বীকারের কপিসহ এতদসঙ্গে প্রেরণ করা হলো।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘অনুগ্রহপূর্বক চেকসমূহ তাদের নিকট হস্তান্তর করে তাদের প্রাপ্তি স্বীকার জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানোর জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
সারাবাংলা/জেআর/এসডব্লিউ