যুবদল কর্মীর খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
১১ নভেম্বর ২০২৪ ১৬:০২
কুষ্টিয়া: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে যুবলীগ সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল কর্মী সবুজ আহমেদের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার (১১ নভেম্বর) সকালে এনএস রোডের মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এসময় দ্রুত সবুজ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলামিন রানা, যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফ, নিহত সবুজের মা সেলিনা খাতুন ও স্ত্রী রেশমা খাতুনসহ এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ।
কর্মসুচি চলাকালে শহরে যানজট সৃষ্টি হয়। পরে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান শিহাব ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকালের পতন হওয়ার পর কুষ্টিয়ায় আনন্দ মিছিল করে ছাত্র-জনতা। মিছিল শেষে বাড়ি ফেরার পথে শহর যুবলীগের যুগ্ম আহবায়ক বাবুল ওরফে বান্টা বাবুলের নেতৃত্বে যুবলীগের সন্ত্রাসীরা সবুজসহ বেশকয়েজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সবুজ আহমেদ নিহত হয়। আহত হন আরও কয়েকজন।
এঘটনায় নিহতের স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে শহর যুবলীগের যুগ্ম আহবায়ক বাবুলসহ ২২ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত আরও ১২জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
সারাবাংলা/এসআর
কুষ্টিয়া গ্রেফতারের দাবিতে বিক্ষোভ যুবদল কর্মী হত্যা সড়ক অবরোধ