চট্টগ্রামে জুতার গুদামে আগুন
১১ নভেম্বর ২০২৪ ১৬:৪৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি জুতার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে নগরীর বৃহত্তর পাইকারি রিয়াজউদ্দিন বাজারের নুপুর মার্কেটের সপ্তম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নগরীর আগ্রাবাদের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বিকেল তিনটা ১৫ মিনিটে নুপুর মার্কেটে আগুন লাগার তথ্য পায় নিয়ন্ত্রণ কক্ষ। ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগ্রাবাদ থেকে স্টেশন থেকে আরেকটি ইউনিট রওনা দিয়েছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক সারাবাংলাকে বলেন, খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরেকটি ইউনিট পথে আছে। আগুন এখনও পুরোপুরি নির্বাপণ করা যায়নি। যেখানে আগুন লেগেছে সেটা একটি জুতার গুদাম ছিল। গুদামে ওয়্যারিং এর কাজ চলছিল বলে আমরা জানতে পেরেছি। প্রাথমিক ভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
সারাবাংলা/আইসি/ইআ