Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাধারণ মানুষ শেখ হাসিনাকে চিরদিনের জন্য বিদায় দিয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৮:৩৭

ঢাকা: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেছেন, সাধারণ মানুষ শেখ হাসিনাকে চিরদিনের জন্য বিদায় দিয়েছে। শেখ হাসিনা চিরদিনের জন্য পালিয়ে গেছেন। বাংলাদেশের মানুষ আর শেখ হাসিনাকে এদেশে ফিরতে দেবে না।

সোমবার (১১ নভেম্বর) সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তা করার ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গেণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

‘আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্য আচরণ ও পলাতক পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের অব্যাহত রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের প্রতিবাদে’ শিরোনামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এই আইনজীবী সমাবেশে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, সাধারণ শেখ হাসিনাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। চিরদিনের জন্য পালিয়ে গিয়েছেন। বাংলাদেশের মানুষ আর শেখ হামিনাকে এদেশে ফিরতে দেবে না। শেখ হাসিনাকে উদ্দেশ্যে তিনি বলেন, আপনি (শেখ হাসিনা) যদি ফিরে আসার চেষ্টা করেন তাহলে মানুষ গণভবন যেভাবে টুকরো টুকরো করে ছিড়ে ফেলেছে, বাংলালাদেলে মানুষ আপনাকেও টুকরো টুকরো করবে। কোনো অবস্থাতেই আপনি ফিরে আসার চেষ্টা করবেন না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। তাকে হামলা করে আপনারা মনে করবেন না সরকার ভয় পেয়ে গেছে। আসিফ নজরুলের ওপর হামলার কারণে সারাদেশের, তার ছাত্র সমাজসহ বিশেষ করে আজকে দেখেন আইনজীবীরাও জেগে উঠেছে। ভবিষ্যতেও যদি অন্যান্য উপদেষ্টার ওপর হামলা করা হয় তাহলে এদেশে বিচার হবে; আন্তর্জাতিক আদালতেও বিচার করা হবে।

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, জাতীয়বাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খান, সুপ্রিম কোর্ট বারের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদুন্নাহার লাইলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাকসুদ উল্লাহ ও সহ অর্থ সম্পাদক আনিসুর রহমান রায়হান।

সারাবাংলা/কেআইএফ/এসআর

আইনজীবী সমাবেশ জয়নুল আবেদীন প্রতিবাদ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর