Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টপ অর্ডার ব্যর্থ, ধুঁকছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৪ ১৭:২৭

ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা

তানজিদ তামিম-সৌম্য সরকারের ৫৩ রানের ওপেনিং জুটিতে শারজার টার্নিং উইকেটে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু পাওয়ারপ্লের শেষদিকে গিয়েই হয় ছন্দপতন। ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য। নিজের প্রথম ওভার করতে আসা নবীকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন তানজিদ।

তিনে নামা জাকির হাসান রান আউটে কাঁটা পড়েন অধিনায়ক মিরাজের সাথে ভুল বোঝাবুঝিতে। দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামা এই বাঁহাতি ফিরেছেন ৭ বলে ৪ রান করে। ১১-তম ওভারে ওমরজাইয়র বলে পয়েন্টে ঠেলে রানের জন্য ছোটেন স্ট্রাইকে থাকা মিরাজ। তবে একটু পরই ফেরত পাঠাতে চান জাকিরকে। ততক্ষণে প্রায় মধ্য উইকেটে তিনি। পয়েন্ট থেকে দারুণ এক থ্রোতে সরাসরি স্টাম্প ভাঙেন খারোটে। 

বিজ্ঞাপন

চারে নামা তাওহিদ হৃদয়ের বাজে ফর্মও চলমান। ১৫ তঅম ওভারে রশিদ খানের বলে খোঁচা মেরে স্লিপে গুলবাদিন নাইবের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার। চলতি সিরিজে তিন ম্যাচ মিলিয়ে হৃদয়ের ব্যাট থেকে এসেছে ২৯ রান। 

১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮১\৪। উইকেটে মিরাজের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

সারাবাংলা/জেটি

তানজিদ হাসান তামিম বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ মেহেদী হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর