বড়দিনের আগেই আস্থাভোটে রাজি শলৎস
১১ নভেম্বর ২০২৪ ১৭:৩৬
জানুয়ারিতে আস্থাভোট নেওয়ার পরিকল্পনা থাকলেও বড়দিনের আগেই আস্থাভোটে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।
রোববার (১০ নভেম্বর) জার্মানির সরকারি সম্প্রচার মাধ্যম এআরডি-তে দেয়া এক সাক্ষাৎকারে শলৎস বলেন, ‘আমি জোর করে ক্ষমতায় থাকতে চাই না। সবাই একমত হলে বড়দিনের আগেই আস্থাভোট নিতে আমার আপত্তি নেই।’
সম্প্রতি তিন দলের ক্ষমতাসীন জোট ভেঙে যাওয়ায় এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনারকে বরখাস্ত করায় শলৎসের ওপর আস্থাভোটের চাপ সৃষ্টি হয়েছে। প্রথমে তিনি জানুয়ারিতে ভোটের কথা বললেও বিরোধী দল ও জনগণের চাপে আস্থাভোট এগিয়ে আনতে রাজি হয়েছেন।
শলৎস বলেন, তিনি জোট ভাঙার জন্য দায়ী নন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিন দলের মধ্যে ঐক্য ধরে রাখার চেষ্টা করেছেন। তবে সরকারের আর্থিক নীতিতে বিরোধের কারণে লিন্ডনারকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন তিনি, যা জোটের ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়।
এ সিদ্ধান্তের মাধ্যমে আস্থাভোটের পথ সুগম হয়েছে। ধারণা করা হচ্ছে, আস্থাভোটে শলৎস পরাজিত হলে জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার বুন্দেসটাগ ভেঙে দেবেন এবং আগামী ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/এনজে