‘৩ দিনের মধ্যে জবি শিক্ষার্থীদের দাবি পূরণ করা হবে’
১১ নভেম্বর ২০২৪ ১৭:৪৬
ঢাকা: আগামী ৩ দিনের মধ্যে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দাওয়া পূরণ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
সোমবার (১১ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করার সময় এ কথা বলেন তিনি।
এর আগে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গেলে সেখানে বাধার মুখে পড়েন। পরে নাহিদ ইসলাম নিজে এসে উপস্থিত হন।
শিক্ষার্থীদের অভিযোগ,সচিবালয়ের গেট থেকে একজন লোক পাঠিয়ে স্মারকলিপি গ্রহণ করতে চান শিক্ষা উপদেষ্টা। কিন্তু শিক্ষা সচিব বা উপদেষ্টা কেউ তাদের সঙ্গে দেখা করার সুযোগ দেননি। শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে কথা বলতে চান জানিয়ে সচিবালের সামনেই অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীরা ‘আমি কে, তুমি কে, জবিয়ান, জবিয়ান’, ‘মুলা না ক্যাম্পাস, ক্যাম্পাস, ক্যাম্পাস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘অধিকার না অন্যায়, অধিকার, অধিকার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে জবি শিক্ষার্থীরা কেরানীগঞ্জে প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন।
সারাবাংলা/ইউজে/এসডব্লিউআর