মোংলা বন্দরের ১০ একর জমি বেদখল, উচ্ছেদ শুরু
১১ নভেম্বর ২০২৪ ১৭:৫৭
বাগেরহাট: মোংলা বন্দর কর্তৃপক্ষের ১০ একর জমির অবৈধ দখল স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে বাগেরহাটের মোংলা বন্দরের পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এদিন দুই একর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. নুরুজ্জামান এবং বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামানসহ বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তারা। উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার।
ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার জানান, অভিযানের প্রথম দিন সোমবার ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে বন্দরের দুই একর জমি উদ্ধার করা সম্ভব হয়েছে। বন্দর কর্তৃপক্ষের ১০ একর জমিতে ১১৭০টি অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে বাকি সব জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন্দরের বেদখল জমি উদ্ধার করা হবে।
বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মাকরুজ্জামান জানান, বন্দরের সব জায়গা পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। বন্দরের পরিকল্পনা অনুযায়ী এসব জায়গা নিজস্ব কাজে ব্যবহার করা হবে। অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুরাতন মোংলা বন্দর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক দলের প্রভাবশালীরা বন্দরের জমি জবর দখল করে অসংখ্য স্থাপনা গড়ে তোলেন। এরপর থেকে বিভিন্ন সময়ে বার বার অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ নোটিশ করলেও তা আমলে নেয়নি দখলদাররা।
সারাবাংলা/পিটিএম