Monday 11 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ২০:২৫

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ইসলাম নগর গ্রামের মৃত আব্দুল বিটের ছেলে আজিজার রহমান (৬০), ওই এলাকার মমিনপুর গ্রামের সদর উদ্দিনের ছেলে আব্দুল ওহাব (৪৫), সফর উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০) ও ইসলাম নগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোবারক হোসেন (৫৫)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ওই চারজন রেললাইনে বসেছিল। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন ঘটনা স্থলে মারা যান। তারা দিনমজুর বলে জানা গেছে।

ইসলাম নগর ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মমিনুর রহমান বলেন, রেলস্টেশনের পাশে ওই চার শ্রমিক বসেছিলেন। ধান মাড়াইয়ের শব্দের কারণে ট্রেনের হুইসেল শুনতে না পেরে চারজন ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ইনচার্জ (ওসি) মামুন হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসআর

ট্রেনে কাটা পড়ে মৃত্যু লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর