ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৯৪, মৃত্যু আরও ৫ জনের
১১ নভেম্বর ২০২৪ ২১:০৮
ঢাকা: রোববার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে থেকে সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৪ জন। এখন পর্যন্ত দেশে চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ৫৮৭ জন। এর মাঝে ৬৮ হাজার ৮৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৬০ জন।
সোমবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৭৪৩ জন ও নারী ৪৫১ জন। এর মাঝে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৪১ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ২৪৬ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, খুলনা বিভাগে ১৪২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৬৮ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৮৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন ।
স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩.১শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৬০ জন। এর মাঝে ৫০.৮ শতাংশ নারী ও ৪৯.২ শতাংশ পুরুষ।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৩৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।
সারাবাংলা/এসবি/এসআর
সারাবাংলা/এসবি/এসআর