সব বাস নগর পরিবহণের আওতায় আনার তাগিদ
১১ নভেম্বর ২০২৪ ২১:২৩
ঢাকা: দীর্ঘ দিন পর বৈঠক করেছে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গঠন করা রুট র্যাশনালাইজেশন কমিটি। বৈঠক থেকে রাজধানীতে চলাচল করা সব বাসকে ঢাকা নগর পরিবহনের আওতায় আসার তাগিদ দেওয়া হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাসরুটগুলোকে কার্যকর ও বাসগুলোকে নগর পরিবহণে যুক্ত করতে আরেকটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বাস রুট র্যাশনালাইজেশন কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, রাজধানীর গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়া নগর পরিবহণ আবারও ফিরিয়ে আনা হচ্ছে। কমিটির সদস্যরা মিলে আরও একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নজরুল ইসলাম আরও বলেন, এই কমিটি বিজনেস মডেল ও বাসগুলো কীভাবে চলবে, সে বিষয়ে রূপরেখা তৈরি করবে। আমরা ঢাকার ৪২টি রুটের কোম্পানিগুলোর বাস নগর পরিবহণ নামেই করব। এ ক্ষেত্রে কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতায় বিবেচনা করে নির্বাচন করা হবে।
আগামী ১১ ডিসেম্বর বাস রুট র্যাশনালাইজেশন কমিটি আবার মিটিং করবে বলে জানান তিনি।
সভায় জানানো হয়, নগর পরিবহণের আওতায় আসতে আবেদন করার নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাস কোম্পানিগুলো আবেদন করতে পারবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন ২০১৫ সালে। ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট র্যাশনালাইজেশন কমিটির ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাঈদ খোকন। তিনি ১১টি সভা করেন।
এরপর মেয়র শেখ ফজলে নূর তাপস কমিটির দায়িত্ব পান। তার তত্ত্বাবধানে ২৭তম সভা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত ২৮তম সভায় প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। তিনি বদলি হয়ে যাওয়ার পর আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম বাস রুট র্যাশনালাইজেশন কমিটির ২৯তম সভা করলেন।
সারাবাংলা/জেআর/টিআর