Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ দাবিতে স্বাস্থ্য অধিদফতরের সামনে মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ২৩:১১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ০১:২৫

সোমবার স্বাস্থ্য অধিদফতরের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন মেডিকেল টেকনোলজিস্টরা। ছবি: সারাবাংলা

ঢাকা: স্বতন্ত্র পরিদফতর গঠনসহ ছয় দফা দাবিতে স্বাস্থ্য অধিদফতরের সামনে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে মহাখালী টিবি গেট এলাকায় অবস্থিত স্বাস্থ্য অধিদফতরের মূল ভবনের সামনে অবস্থান নেন তারা। একপর্যায়ে মূল ফটক তালা দিয়ে আটকে দেন তারা।

এ সময় আন্দোলনকারীরা ‘রক্ত লাগলে রক্ত নিন, উচ্চ শিক্ষার সুযোগ দিন’সহ নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হলে কর্মবিরতির মতো কঠিন সিদ্ধান্তে যাওয়ার হুঁশিয়ারিও দেন।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো—

মেডিকেল টেকনোলজিস্টদের জন্য স্বতন্ত্র পরিদফতর গঠন করতে হবে;

ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুপাতিক হারে পদ তৈরি করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত করা নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে;

গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ তৈরি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধি এবং স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে;

ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে (আইএইচটি) বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে;

মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে; এবং

বিজ্ঞাপন

বি-ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

সারাবাংলা/এসবি/টিআর

মেডিকেল টেকনোলজিস্ট স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর