Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেমন্তে শুনি শীতের পদধ্বনি। ছবি


১২ নভেম্বর ২০২৪ ০৮:১৫

‘প্রথম ফসল গেছে ঘরে
হেমন্তের মাঠে মাঠে ঝরে
শুধু শিশিরের জল;
অঘ্রানের নদীটির শ্বাসে
হিম হয়ে আসে
বাঁশপাতা-মরা ঘাস-আকাশের তারা!’

হেমন্তে রাত পোহাতেই ঝকঝকে সাদা শিশির হেসে ওঠে সবুজ ঘাসের মুখে। নরম রোদের আদরমাখা আলতো পরশে শিউরে ওঠে মন। শরতের শুভ্র মেঘ তাড়িয়ে হিমকন্যা হেমন্ত নিয়ে আসে হালকা শীতের কুয়াশামাখা মুখ। চোখের সামনে হেসে ওঠে নতুন ধানের অমৃত ঘ্রাণ । হেমন্ত এলেই বুঝে নিই এটা শীতের আহ্বানগীতি।

বিজ্ঞাপন

শহরের দালান কোঠায় শীতের উষ্ণতা একটু দেরিতে ধরা দিলে গ্রামীণ জনপদে বলতে গেলে হেমন্তেই শীত শুরু হয়ে যায়। এ সময় রোদের তীব্রতাও কমতে শুরু করে। সারাদিনের আবহাওয়ায় একটু-আধটু গরম অনুভূত হলেও বিকেল গড়াতেই বোঝা যায় শীত আসছে। সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারমাসিয়া গ্রাম থেকে শীত সকালে প্রকৃতি ও শিশিরের লুকোচুরির এই ছবিগুলো তুলেছেন সারাবাংলার স্টাফ ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।

সারাবাংলা/পিটিএম

কুয়াশা টপ নিউজ শিশির শীত হেমন্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর