Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদাম তুসোয় মোমের মূর্তিতে নারী ফুটবলারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৪ ১৩:০৯

নিজের মূর্তির সামনে ইয়াপস

মাদাম তুসোর জাদুঘরে শোভা পাচ্ছে বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি। এর মাঝে আছেন অনেক ফুটবলারও। তবে ছিল না কোনো নারী ফুটবলারের মূর্তি। এবার ঘুচল সেই আক্ষেপ। প্রথম নারী ফুটবলার হিসেবে এই বিখ্যাত জাদুঘরে নিজের মূর্তির পাশে দাঁড়িয়ে ইতিহাস গড়েছেন ইংল্যান্ড ফুটবল দলের গোলরক্ষক ম্যারি ইয়াপস।

বিশ্বজুড়ে নানা জায়গায় মাদাম তুসোর জাদুঘরের বিভিন্ন শাখায় লিওনেল মেসিসহ অনেক ফুটবলারের মূর্তিই শোভা পাচ্ছে। তবে কোনো শাখাতেই ছিল না নারী ফুটবলারের মূর্তি। লন্ডন শাখা তাই সিদ্ধান্ত নিয়েছিল, তারাই প্রথম নারী ফুটবলারের মূর্তি স্থাপন করে রেকর্ড গড়বেন তারাই।

বিজ্ঞাপন

মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকদিন ধরেই তারা নারী ফুটবলারের মূর্তি বানানোর পরিকল্পনা করছিলেন। কিন্তু কার মূর্তি দিয়ে ইতিহাস রচনা হবে, সেটার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছিল মানুষের উপরেই। আয়োজন করা হয় একটি গণভোটের। সেখানে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ইয়াপস।

ইংলিশ গোলরক্ষক ইয়াপস দেশের ভেতর তুমুল জনপ্রিয়। তার নেতৃত্বেই ২০২২ নারী ইউরো জিতেছিল ইংল্যান্ড। গত মে মাসে অর্ডার অফ দা ব্রিটিশ এম্পায়ার পুরস্কারও জিতেছিলেন তিনি। ২০২৩ নারী বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্সেই ফাইনালে ওঠে ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি তারা।

এবার সেই ইয়াপসের মূর্তিই উদ্বোধন করেছে লন্ডন জাদুঘর। নিজের মূর্তির পাশে দাঁড়িয়ে সেই ইতিহাসের অংশ হয়েছেন ইয়াপস নিজেই।

সারাবাংলা/এফএম

মাদাম তুসো মোমের মূর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর