Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মশার কয়েল জ্বালিয়ে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৩:৩১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৫:৩৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মশার কয়েল জ্বালিয়ে রেললাইনের ওপর ওই যুবক ঘুমাচ্ছিলেন। ট্রেনে কাটা পড়ে তার শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে হাটহাজারী উপজেলার কাটিরহাটে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ নিহত যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি। তবে তার বয়স আনুমানিক ১৮-১৯ বছর হবে বলে জানিয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, সকাল ৮টার দিকে নাজিরহাট থেকে চট্টগ্রামমুখী লোকাল ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মশার কয়েল পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ওসি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য হচ্ছে, ওই যুবক রাতে কয়েল জ্বালিয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েন। ঘুমে থাকায় ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি। ট্রেনে কাটা পড়ে তার শরীর অন্তত চার টুকরো হয়ে গেছে।

নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে প্রকৃতির বলে ধারণা ওসি শহিদুলের।

সারাবাংলা/আরডি/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর