Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গুলি ছুঁড়ে টাকা লুট, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৪:০৮ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৬:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গুলি ছুঁড়ে টাকা লুট করার ঘটনায় এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর দামপাড়া পুলিশ লাইনের কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নগর পুলিশের উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।

এর আগে সোমবার (১১ নভেম্বর) রাতে বরগুনা জেলার কাঠবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনসুর আহমেদ (৪৫) নগরীর পাহাড়তলীর দুলালাবাদ এলাকার জমির আহাম্মদের ছেলে। তিনি পাহাড়তলীর সরাইপাড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাবের আহমদের অনুসারী হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে রইছ উদ্দিন জানান, গত ২৩ আগস্ট রাত তিনটার দিকে নগরীর পাহাড়তলী বাজারের হেলালের ডিমের আড়তে অস্ত্র নিয়ে ঢুকে পড়েন মনসুর ও তার তিন সহযোগী। পরে দোকানের ক্যাশ থেকে তারা ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যান। যাওয়ার সময় তারা ফাঁকা গুলি ছোড়েন।

গত ৪ নভেম্বর খুলশী এলাকায় রেলওয়ে হাসপাতাল কলোনীর মনার অটো গ্যারেজেও তারা একজনকে অস্ত্র দিয়ে গুলি করেন। ওই ঘটনায় ইলিয়াস নামে একজন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উপ কমিশনার রইছ উদ্দিন বলেন, ‘তাকে আমরা ছিনতাই মামলায় গ্রেফতার করেছি। তার দেওয়া তথ্যমতে খুলশীর রেলওয়ে ক্যান্টিনের কালভার্টের পাশের একটি নালার মাটির নিচ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রুজু হবে।’

তিনি আরও বলেন, ‘মনসুর বিভিন্ন সময়ে চাঁদাবাজি ও ছিনতাই কার্যক্রম করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে সিএমপিতে সাতটি ও দেশের অন্যন্য জায়গায় নয়টি মামলা আছে তার বিরুদ্ধে।’

বিজ্ঞাপন

‘২০১৮ সালের একটি খুনের মামলার প্রধান আসামি সে।পাহাড়তলী বাজারে একটি ডিমের আড়তে ঢুকে মাসুদ রানা নামে একজনকে খুন করে সে। টাকা লুট করতে বাধা দেওয়ায় তাকে খুন করা হয়। এ ঘটনার পর অস্ত্র-গুলিসহ মনসুরকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। বর্তমানে মাসুদ হত্যা মামলাটি বিচারাধীন।’

মনসুরের কোনো দল আছে কি না এমন প্রশ্নে রইছ উদ্দিন বলেন, ‘সে দীর্ঘদিন ধরে এসব কাজের সঙ্গে জড়িত। তার কিছু সহযোগী আছে। তাদের সহযোগীতায় সে এসব কাজ করে থাকে। সহযোগীদেরও গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

মনসুর কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ত কি না জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে না। তারা অপরাধ করার জন্য বিভিন্ন সময়ে একেক রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করার চেষ্টা করে। আমরা তাদের অপরাধী হিসেবেই দেখে থাকি।’

সারাবাংলা/আইসি/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর