ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে: সৌদি যুবরাজ
১২ নভেম্বর ২০২৪ ১৫:১৬ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৬:৪৩
এক বছরেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েল হামলা চালিয়ে এলেও এই প্রথম এ নিয়ে মুখ খুলেছেম সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই হামলার নিন্দা জানিয়ে ‘এমবিএস’খ্যাত যুবরাজ বলেছেন, ‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।’
সোমবার (১১ নভেম্বর) মুসলিম ও আরব নেতাদের এক সম্মেলনে বক্তৃতাকালে যুবরাজ লেবানন ও ইরানে ইসরায়েলি হামলার সমালোচনা করেন।
রিয়াদ ও তেহরান দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে সম্পর্ক উন্নয়নে যুবরাজ ইরানের মাটিতে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন। এছাড়া পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণাঙ্গ প্রত্যাহারের আহবান জানান তিনি।
বিবিসির দেওয়া প্রতিবেদনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গাজা যুদ্ধ এখন পর্যন্ত বন্ধ না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি ব্যর্থতা। গাজায় তীব্র খাদ্য সংকট চলার পেছনে ইসরায়েল দায়ী।’
প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় প্রাথমিক পর্যায়ে সংঘাত ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যর্থ।’
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস, যার মাধ্যমে যুদ্ধের সূচনা হয়। এতে ১২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এ ঘটনার পর ইসরায়েল হামাসকে ধ্বংস করতে পাল্টা অভিযান শুরু করে। এখন পর্যন্ত তাদের অভিযানে গাজায় ৪৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
জাতিসংঘ মানবাধিকার সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে, হামলার শিকার ব্যক্তিদের মধ্যে যাদের চিহ্নিত করা গেছে তাদের ৭০ ভাগই নারী ও শিশু।
সারাবাংলা/এমপি