Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারুকের রিকশায় ওড়ে আর্জেন্টিনার পতাকা


১১ জুন ২০১৮ ০৯:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ৩০ ট্যাকা দিয়া পতাকা দুইটা কিনছি। কিইন্যা রিকসায় লাগাইছি, তবে দুই রিকসার উপরে লাগাইছি বাংলাদেশের পতাকা। রিকশাটা যখন চালাই তখন পতাকা তিনটা ওড়ে। দেইখ্যা বুকের মধ্যে আনন্দ হয়। আর্জেন্টিনারে ভালবাসি খুব। কেন জানি মনে হয় এবারে কাপটা আর্জেন্টিনাই নিবো, মেসির হাতেই কাপ উঠবো এইবার।

মাত্র চারদিন পরই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশের মানুষ বরাবরাই ফুটবল ভক্ত। দেশে বিভিন্ন দলের ভক্ত থাকলেও বাংলাদেশটা যেন মোটাদাগে ভাগ হয়ে যায় আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থনে। ইতোমধ্যেই বাড়িতে বাড়িতে সাপোর্ট করা দেশের পতাকা উড়ছে, এমনকী পুরো বাড়িও রং করা হয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকার রং-এ।

এর ব্যতিক্রম নয় ফারুক। রিকশা চালক ফারুক আর্জেন্টিনার ভক্ত। তাইতো তার রিকসার সামনে লাগিয়েছেন আর্জেন্টিনার পতাকা। তার আশা, এবারের কাপটি যাবে সেখানেই।

রিকসা চালাচ্ছিলেন আর মাঝে মাঝে পেছনে ফিরে বলছিলেন ফারুক। চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস।

গত ৯ জুন, শনিবার মগবাজার থেকে পল্টন-পুরো পথটা কথা হয় ফারুকের সঙ্গে। জানালেন, সারাদিন রিকশা চালিয়ে রাতে আর্জেন্টিনার খেলা দেখবেন। তাতে কোনো ক্লান্তিবোধ হবে না। কারণ, মেসিকে ভালবাসেন তিনি, ভালবাসেন আর্জেন্টিনাকে।
কুমিল্লার ছেলে মো. ফারুক, বয়স ২৬ বছর। ঢাকায় এসেছেন ২০০৩ সালে। ঢাকায় থাকেন সবুজবাগের মাদারটেক নন্দীপাড়ায়, বাবা-মা-স্ত্রী আর দুসন্তান নিয়েই সংসার তার। রিকশা চালিয়েই তার সংসার চলে। তবে বাড়িতে কারেন্ট লেগেছে, এইবার আব্বা-আম্মা যাইবো গা, একটা অটোরিকসা কিইন্যা দিমু। আব্বায় কাউরে দিয়া চালাতে পারবো। আমার উপর চাপটা একটু কমবো, মনোযোগী শ্রোতা পেয়ে একেবারে ঘরের কথাও বলতে থাকেন তিনি।

বিজ্ঞাপন

বোঝার পর থেকেই বাজারে গিয়া খেলা দেখতাম। আর্জেন্টিনারে কোনো দিন জিততে দেখলাম না, কিন্তু কেমনে কেমনে জানি ঐ দলটারেই সাপোট (সার্পোট) করলাম, কেন জানি ঐ দলটারে ভালোলাগে। আর এখন মেসিরে যখন দেখি বল নিয়া দৌড়ায়, তখন মনে হয় নিজের পায়েই বল; আমিই দৌড়াইতাছি।

বাসায় টেলিভিশনে খেলা দেখবেন কি-না জানতে চাইলে ফারুক বলেন, ঘরে তো ছোট একটা টিভি। ওইটায় খেলা দেইখা আরাম পাই না। আর ঘরে দেখলে তো একলা একলা দেখতে হইবো। কিন্তু বিশ্বকাপের খেলা ঘরের মধ্যে বইয়া দেখমু না। মাদারটেক নতুন পাড়া বালুর মাঠে বিশ্বকাপের আগে বড় পর্দা লাগাইবো, সেখানেই খেলা দেখমু, অনেক মানুষের সঙ্গে খেলা দেখতেই তো মজা।

আর্জেন্টিনাকে পছন্দ করেন বলে পতাকা লাগিয়েছেন, সঙ্গে বাংলাদেশের কেন জানতে চাইলে বাংলাদেশের পতাকা না লাগাইলে সম্মান থাকবো আপা, বলে পাল্টা প্রশ্ন করেন ফারুক। আমার দেশতো বাংলাদেশ-তাই সবার উপরে বাংলাদেশের পতাকা লাগাইয়া পরে আর্জেন্টিনার পতাকা লাগাইলাম।

রিকশা চালাতে চালাতে ফারুক বলেন, ম্যারাডোনার খেলা দেখি নাই, খুব আফসোস হয় সে জন্যে। কিন্তু মেসিরে আমার দারুণ লাগে।

ততক্ষণে পল্টনের গন্তব্যে চলে এসেছি। কথা শেষ করতে হয় তার সঙ্গে। তবে প্রতিবেদনের জন্য যে ছবি দরকার সে কথা বলতেই হাসিমুখে পোজ দিলেন ফারুক। বলেন, বিশ্বকাপ জেতার পরও এভাবে ছবি তুলতে চান তিনি, সে জন্য সবার কাছে দোয়াও চাইলেন ফারুক।

সারাবাংলা/জেএ/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর