Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে তোপের মুখে ২ চবি ছাত্র

স্পেশাল করসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৭:১৩

কোতোয়ালী থানা

চট্টগ্রাম ব্যুরো: যৌনকর্মী সন্দেহে এক নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। উত্তেজিত লোকজন তাদের ঘেরাও করে পিটুনি দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন।

বিজ্ঞাপন

উদ্ধার করা দুই ছাত্র হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. রায়হান, এবং মো. সাব্বির।

জানা গেছে, সিনেমা প্যালেস মোড়ে এক নারীকে দেখে তাকে থামিয়ে ব্যাগ তল্লাশি শুরু করেন দুই ছাত্র। এসময় তারা ওই নারীকে যৌনকর্মী সম্বোধন করে বিভিন্ন কথাবার্তা বলতে থাকেন। এর মধ্যে সেখানে উপস্থিত হন নারীর স্বামী। ঘটনা দেখে তিনি চিৎকার দিলে সেখানে লোকজন জড়ো হতে থাকেন। তারা দুই ছাত্রকে ঘেরাও করে পিটুনি দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশের টহল দল তাদের উদ্ধার করে কোতোয়ালী থানায় নিয়ে যায়।

নগর পুলিশের উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘দুই ছাত্র এক নারীর ব্যাগ তল্লাশির চেষ্টা করেন। সেটা দেখে লোকজন উত্তেজিত হয়ে যায়। পরে থানার টিম গিয়ে দুজনকে নিয়ে যায়। সবার প্রতি আমাদের অনুরোধ, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। সন্দেহজনক কিছু দৃষ্টিগোচর হলে তারা যেন আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।’

সারাবাংলা/আরডি/এইচআই

কোতোয়ালী থানা চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর