Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারকে নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৯:৫৮

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ নিয়েও অপপ্রচার চলছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে এসব চালানো হচ্ছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পার্শ্ববর্তী দেশেও অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘এ অপপ্রচার শুধু সরকারের বিরুদ্ধে নয়, বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে তার কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য সরকারসহ গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ বিষয়ে আমরা আলোচনা করেছি, সবার মতামত নিয়েছি।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে অনেক সাংবাদিক ছাত্র-জনতার পক্ষে কাজ করেছেন। তাদের নিরাপত্তা এবং তাদের যেন হেনস্তা করা না হয়, আমরা সে বিষয়ে আহ্বান জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘টেলিভিশন চ্যানেলের মালিকপক্ষ তাদের দাবি ও সমস্যাগুলো জানিয়েছে। যেমন- বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রাইস রেগুলেশনের বিষয়ে তারা বলেছেন। পে-চ্যানেলের কথা বলেছেন, বিদেশি চ্যানেলগুলোর বিষয়ে নীতিমালার কথা বলেছেন। এছাড়া তারা টিআরপির বিষয়টিও বলেছেন। এ বিষয়গুলো নিয়ে আমরা আবার তাদের সঙ্গে বসব। যৌক্তিকভাবে সমাধানের চেষ্টা করব।’

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালচনা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। বকেয়া বেতন ভাতা যথা সময়ে মিটিয়ে দিতে মালিকদের আহ্বান জানানো হয় সভায়। সচিবালয়ে যাদের কার্ড বাতিল হয়েছে তাদের বিষয়ে কোনো ভুল হলে পুর্নমূল্যায়ন করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর