Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ২০:৪০

আতিকুর রহমান কালু। ছবি: সংগৃহীত

রাজশাহী: অবৈধ সম্পদ অর্জনের মামলায় বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযোগপত্রটি মহানগর দায়রা ও জজ আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে অভিযোগপত্রটি পাঠানো হয়েছে আদালতে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আমির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আমির হোসাইন বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১ আগস্ট আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর বিরুদ্ধে দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তদন্তের সময় অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই তার বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করে আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আতিকুর রহমান কালু দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেছিলেন, তাতে তার মোট সম্পদের মূল্য দেখানো হয় ৯ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৯১৭ টাকা। কিন্তু তদন্তে তার মোট সম্পদ পাওয়া যায় ১১ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৪৩২ টাকার। অর্থাৎ তিনি এক কোটি ৫৩ লাখ ছয় হাজার ৫১৫ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। পাশাপাশি তিনি দুদককে মিথ্যা তথ্য দেন বলে প্রমাণিত হয়।

এ ছাড়া কালুর আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ১৮৩ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়। এই অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অপরাধে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

আতিকুর রহমান কালু রাজশাহীর একজন ঠিকাদার ও ব্যবসায়ী। বছরের পর বছর তিনি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট রাজশাহীর সিটিহাট ইজারা পেয়ে আসছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সম্প্রতি তার ছেলে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক আশিকুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

অবৈধ সম্পদ অর্জন অভিযোগপত্র আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু দুদক দুদকের অভিযোগপত্র দুর্নীতি দমন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর