বন্দরের আয়ের ১% নগর উন্নয়নে চান মেয়র শাহাদাত
১২ নভেম্বর ২০২৪ ২১:২১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের আয়ের এক শতাংশ ‘মাশুল’ হিসেবে নগর উন্নয়নের জন্য চেয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ দাবি প্রথম তুলে আলোচনায় এসেছিলেন চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। পরে এ দাবিতে সরব হয়েছিলেন সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীও।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সাক্ষাতে মেয়র এ প্রস্তাব দেন।
এ সময় মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘নগরীতে চট্টগ্রাম সিটি করপোরেশন যেসব রাস্তা বানায়, সেগুলো বন্দরের পণ্য পরিবহনে ব্যাপক ভূমিকা রাখে। বন্দরের ভারি গাড়িতে এ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামত করতে চসিকের রাজস্ব আয়ের বড় অংশ চলে যায়। বন্দরকে সচল রাখতে ভালো সড়ক নির্মাণে অনেক অর্থের প্রয়োজন।’
তিনি বলেন, ‘বন্দর যদি আয়ের ১ শতাংশ চসিককে দেয়, তাহলে চসিক অবকাঠামো খাতে আরও ভূমিকা রাখতে পারবে। এতে বন্দরের সক্ষমতাও বাড়বে।’
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান পলিথিনকে কর্ণফুলী নদীর নাব্যতার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। কর্ণফুলীকে বাঁচাতে চসিককে বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো ও একটি সামগ্রিক কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন।
সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, বন্দরের সচিব মো. ওমর ফারুক ছিলেন।
সারাবাংলা/আরডি/পিটিএম