ভারতীয় অলংকার বোঝাই ট্রাক জব্দ, চালক আটক
১২ নভেম্বর ২০২৪ ২১:৪২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২১:৪৪
চাঁপাইনবাবগঞ্জ: জেলার সোনা মসজিদ সীমান্ত এলাকা থেকে ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকার এবং ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার ট্রাকসহ চালককে আটক করেছে মহানন্দা ব্যাটেলিয়ান-৫৯ বিজিবি।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে প্রেস কনফারেন্সের মাধ্যমে মহানন্দা বিজিবি ব্যাটালিয়ন-৫৯ এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া খবরটি নিশ্চিত করেন।
লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া নেতৃত্বে সোমবার রাত ২ টায় একটি চৌকষ দল অভিযান পরিচালনা করে। সোনা মসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পানামা পোর্ট এলাকায় বাংলাদেশী একটি ট্রাক জব্দ করে।,
তিনি আরও বলেন, ‘পরে ট্রাকটি তল্লাশী করে ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লুকায়িত অবস্থায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকার এবং ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়া দিঘী গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুস শুকুরকে ট্রাকসহ আটক করে।’
সারাবাংলা/এইচআই