আল নাসর ছাড়ছেন রোনালদো?
১৩ নভেম্বর ২০২৪ ১১:৩৮
তার সৌদি প্রো লিগে পাড়ি জমানোর পরেই বদলে গেছে সৌদি ফুটবলের চালচিত্র। গত দুই বছর আল নাসরের হয়ে সৌদি লিগ মাতানো ক্রিশ্চিয়ানো রোনালদো এই অঞ্চলের ফুটবল উন্মাদনাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। এবার শোনা যাচ্ছে, আগামী মৌসুমেই আল নাসর ছাড়ছেন সিআর সেভেন।
২০২২ সালের ডিসেম্বরে সবাইকে চমকে দিয়েই ইউরোপ ছেড়ে সৌদিতে আসেন রোনালদো। ক্লাবের হয়ে ব্যক্তিগত নানা সাফল্য ও অনেক গোলের দেখা পেলেও এখন পর্যন্ত ক্লাবের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। এই মৌসুমেও ১৪ ম্যাচে ১০ গোল ও তিন অ্যাসিস্ট করেছেন সিআর সেভেন।
শোনা যাচ্ছে, শিরোপা না জেতায় হতাশ রোনালদো আবার ফিরতে চাইছেন ইউরোপে। ৩৯ বছর বয়সী রোনালদো আবার খেলতে চান চ্যাম্পিয়নস লিগে, ধারণা করা হচ্ছে এমনটাই। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী ট্রান্সফার মৌসুমে রোনালদো আল নাসর ছেড়ে পাড়ি জমাতে পারেন ইন্টার মিলানে।
অনেকে আবার বলছেন, ইউরোপে নয়, রোনালদো দলবদল করবেন সৌদির মাঝেই। সেক্ষেত্রে আল নাসর ছেড়ে রোনালদো যেতে পারেন নেইমারের ক্লাব আল হিলালে। এরই মাঝে গুঞ্জন উঠেছে, আগামী জানুয়ারিতে আল হিলাল ছেড়ে ব্রাজিলের ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার। নেইমারের শূন্যস্থান পূরণ করতেই রোনালদোকে দলে ভেড়াতে পারে আল হিলাল, ধারণা করা হচ্ছেন এমনটাই।
শেষ পর্যন্ত রোনালদোর ঠিকানা কোথায় হয়, সেটা জানা যাবে আগামী জানুয়ারি নাগাদ।
সারাবাংলা/এফএম