Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১১:৫০

গ্রেফতার আসামী ইদ্রিস মিয়া। ছবি: সারাবাংলা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের গীতা রানী বর্মনের বাড়িতে হামলা ও লুটপাট মামলার প্রধান আসামি বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

গ্রেফতার ইদ্রিস মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সদস্য এবং রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি। পরে এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৫ আগস্ট ইদ্রিস মিয়ার নেতৃত্বে ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ব্রাহ্মণ কচুরি গ্রামের বাসিন্দা প্রয়াত জয় কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মনের (৬৫) বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া বাড়ির আলমাড়ি ও শোকেস ভেঙে নগদ ১৫ লাখ টাকা ও ২০ ভরি সোনার গয়না লুট করেন তারা। এ ঘটনায় গীতা রানী বর্মন বাদী হয়ে ইদ্রিস মিয়াকে প্রধান আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

মামলা হামলা ও লুটপাট

বিজ্ঞাপন

আল নাসর ছাড়ছেন রোনালদো?
১৩ নভেম্বর ২০২৪ ১১:৩৮

চীনে গাড়ি চাপায় নিহত ৩৫
১৩ নভেম্বর ২০২৪ ১০:৪৪

আরো

সম্পর্কিত খবর