৩৫ পেরোলেই সাধারণত বেজে ওঠে ফুটবলারদের বিদায়ঘন্টা। সেখানে জাপানের কাজুয়োশি মিউসা যেন একেবারেই আলাদা। বয়স ৫০ পেরিয়ে গেলেও দিব্যি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি! বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার মিউসা এবার ঘোষণা দিয়েছেন, ৫৮ বছর বয়সেও খেলা চালিয়ে যাবেন তিনি।
মিউসার ফুটবল কারিয়ার শুরু সেই ১৯৮৬ সালে। ফুটবলার হওয়ার স্বপ্নে মাত্র ১৫ বছর বয়সে জাপান থেকে ব্রাজিলে পাড়ি জমান তিনি। সান্তোসে শুরু হয় তার ক্লাব ক্যারিয়ার। সেখান থেকে ১৯৯০ সাল পর্যন্ত কয়েকটি ক্লাবে খেলে ফেরেন নিজ দেশ জাপানে।
জাপানিজ লিগে ৪ বছর খেলার পর ডাক পান ইউরোপিয়ান ফুটবলে। ১৯৯৪ সালে রেকর্ড গড়ে মিউসা পাড়ি জমান ইউরোপে, যোগ দেন ইয়ালিয়ান ক্লাব জেনোয়ায়। এরপর ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, পর্তুগাল হয়ে আবার ফেরেন জাপানেই।
এই মুহূর্তে মিউসা খেলছেন জাপানের চতুর্থ বিভাগের ক্লাব সুজুকায়। সেখানে নিয়মিত ম্যাচ না খেললেও কয়েক মিনিটের জন্য মাঝে সাঝেই নামানো হয় এই কিংবদন্তি ফুটবলারকে। অনেকে ভেবেছিলেন, আগামী বছরে ৫৮তে পা দিতে যাওয়া মিউসা এই মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন। তবে সবাইকে চমকে দিয়ে এবারও মিউসা ঘোষণা দিয়েছেন, আগামী মৌসুমেও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি।
জাপানের জাতীয় দলের জার্সিতে ৮৯ ম্যাচে ৫৫ গোল করা মিউসা সমর্থকদের কাছে পেয়েছিলেন ‘কিং কাজু’ উপাধি। জাতীয় দল থেকে ২০০০ সালে অবসর নিলেও এখন পেশাদার ফুটবল খেলে যাচ্ছেন তিনি।
শেষ পর্যন্ত মিউসার আবেদন ক্লাব গ্রহণ করবে কিনা, সেটা জানা যাবে দ্রুতই।