Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১৪:২১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৬:৩২

মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামে সবুজ (২৩) নামের এক যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।

নিহত যুবক সবুজ একই উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় পুলিশ দু’জন সন্দেহভাজন যুবককে আটক করেছে।

বেলগাছী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য হারুন মন্ডল জানান, নিহত যুবক সবুজ মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তবে এদিন রাত ৯টার দিকে মোবাইলে মায়ের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। কি কারণে সবুজ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তা জানা যায়নি।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ হত্যাকাণ্ডের তদন্তকাজ শুরু হয়েছে, তদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর