Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শা সীমান্তে ৩ বাংলাদেশি নারী গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১৪:১৩

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশী নারীকে আটক করেছে ২১ বিজিবি সদস্যরা

বেনাপোল: জেলার শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে ২১ বিজিবি অধীনস্থ রুদ্রপুর ক্যাম্পের সদস্যরা।

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে এই তিন নারীকে আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার, নায়েব সুবেদার রবিউজ্জামান জানান, ১৩ নভেম্বর গভীর রাতে ২১ বিজিবির রুদ্রপুর বিওপির মেইন পিলার ১৭/০৭ এস এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে ডিপ মেশিন ঘরের কাছে তিন নারীকে ভারত সীমান্তের দিকে অগ্রসর হওয়ার সময় আটক করা হয়।

আটক নারীদের মধ্যে আছেন শারমিন আক্তার (৫৩), তার ঠিকানা কুতুবদিয়া, কক্সবাজার এবং একই এলাকার সানজিদা আক্তার (১৫) ও তানজিনা আক্তার (১৬), যাদের বাবার নাম কামরুল হাসান।

গ্রেফতার হওয়া নারীরা বিজিবির কাছে জানান, তারা ভালো কাজের সন্ধানে ভারতে যাচ্ছিলেন।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

নারী গ্রেফতার বিজিবি যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর