Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইতির আকাশে মার্কিন বিমানে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪ ১৪:০৫

ছবি: সংগৃহীত

ক্যারিবীয় দেশ হাইতির উপর দিয়ে চলা সমস্থ বিমানের উড্ডয়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অসামরিক বিমান সংস্থার তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আগে গত সোমবার (১১ নভেম্বর) স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান হাইতির উপর দিয়ে যাচ্ছিল। সে সময় ওই বিমানটি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর বিমানটিকে ঘুরিয়ে দ্রুত ডমিনিক্যান রিপাবলিকে নামানো হয়। এরপরেই যুক্তরাষ্ট্র থেকে এ সিদ্ধান্ত আসে।

বিজ্ঞাপন

স্পিরিট এয়ারলাইনের বিমানটি ফ্লোরিডা থেকে হাইতির রাজধানীর দিকে যাচ্ছিল। হাইতির আকাশসীমায় বিমানটি ঢোকার পরেই এই ঘটনা ঘটে। বিমানে গুলি লাগার ফলে এক বিমান সেবিকা সামান্য আহত হন। সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে নিয়ে ডমিনিক্যান রিপাবলিকে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পরেই হাইতির বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। হাইতির সরকারের তরফে বলা হয়, যারা এই কাজ করেছে, তাদের খুঁজে বার করে চরমতম শাস্তি দেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্যই এই কাজ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, তীব্র গ্যাংওয়ার চলছে হাইতিতে। তারমধ্যেই সম্প্রতি নির্বাচন হয়েছে সেখানে। তার পর থেকে স্কুল-কলেজ সব বন্ধ। বন্ধ দোকানপাটও। নতুন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার দিনেও রাস্তায় রাস্তায় গুলির শব্দ শোনা গেছে। দেশের ৮০ শতাংশ এলাকাই এখন বিভিন্ন গ্যাংয়ের দখলে। তারই মধ্যে বিমানে গুলির ঘটনা পরিস্থিতি আরও উদ্বেগজনক করে দিয়েছে।

সারাবাংলা/এইচআই

বিমানে নিষেধাজ্ঞা মার্কিন বিমান মার্কিন যুক্তরাষ্ট্র হাইতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর