Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ ও অতিরিক্ত সচিব আফজাল রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১৬:০১

উপাধ্যক্ষ আব্দুস শহীদ। ফাইল ছবি

ঢাকা: পৃথক মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের তিন দিন ও অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এদিন সকালে আসামিদের আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের সাতদিন এবং একই থানার আরেক বৈদেশিক মুদ্রা আইনের মামলায় আমজাদ হোসেন খানের সাতদিনের রিমান্ড আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষে আসামিদের রিমান্ড চেয়ে শুনানি করা হয়। আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়।

গত ২৯ অক্টোবর রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে আবদুস শহীদকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, এক হাজার ৯৫৩ ইউএস ডলার, এক হাজার ১২০ কানাডিয়ান ডলার, এক হাজার ১০০ ইউরো, তিন হাজার ১১৭ কাতার রিয়াল, পাঁচ হাজার ৩০০ থাই বাথ, ৫০০ মেক্সিকান ডলার এবং ৫০ হংকং ডলার, তিন হাজার রুপি উদ্ধার করা হয়।

এছাড়াও প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন সোনার গহনা ও বার উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩০ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনের ২৩(১) ধারায় মামলা দায়ের করা হয়।

এদিকে গত ৪ নভেম্বর দুপুরে আমজাদ হোসেনের উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরের ভাড়া বাসায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানে বাসা থেকে এক কোটি ৯ লাখ ৩৪ হাজার টাকা, ২২টি এক ইয়ান, ১৩টি ৫ ইয়ান, ৬টি ১০ ইয়ান, তিনটি ২০ ইয়ান, তিনটি ৫০ ইয়ান, ৯২টি ১০০ ইয়ান, চারটি ১০০ থাইবাথ, চারটি এক মালয়েশিয়ান রিংগিট, একটি ৫০ সৌদি রিয়াল, ৬টি ১০০ সৌদি রিয়াল, ১৩টি ৫০০ সৌদি রিয়াল, সাতটি বিভিন্ন ব্রান্ডের ঘড়ি ও ১১টি আইফোন উদ্ধার করা হয়। পরে  আমজাদ হোসেনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/ইআ

উপাধ্যক্ষ আব্দুস শহীদ মামলা দায়ের রিমান্ড মঞ্জুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর