Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেসলাকে টেক্কা দিতে রিভিয়ানের সঙ্গে মিলল ভক্সওয়াগন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪ ১৪:৪৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৭:০০

বিদ্যুৎচালিত গাড়ি

নতুন নতুন উদ্ভাবন দিয়ে তাক লাগিয়েছে টেসলা। ইলন মাস্কের এই প্রতিষ্ঠানের বিদ্যুৎচালিত গাড়ি উন্নত দেশগুলোতে অন্য গাড়ি নির্মাতাদের বিপাকেই ফেলেছে। সেই টেসলাকে টেক্কা দিতে এবার যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছে ভক্সওয়াগন। তারা যুক্ত হয়েছে টেসলার প্রতিদ্বন্দ্বী বিদ্যুৎচালিত আরেক গাড়ি নির্মাতা রিভিয়ানের সঙ্গে।

বিবিসির খবরে বলা হয়েছে, ভক্সওয়াগন ও রিভিয়ানের মধ্যে ৫৮০ কোটি মার্কিন ডলারের একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি ঘোষণার পরপরই রিভিয়ানের শেয়ারের দাম ৯ শতাংশেরও বেশি বেড়ে গেছে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, প্রাথমিকভাবে ভক্সওয়াগন ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে রিভিয়ানের সঙ্গে। বিশ্ব জুড়ে যখন বিদ্যুৎচালিত যানবাহনের চাহিদা কমছে, এমন সময় কঠিন প্রতিযোগিতার মুখে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ ও উদ্ভাবনের জন্য এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বৈদ্যুতিক গাড়ির বৈশ্বিক চাহিদা কমে যাওয়া ও চীনা কোম্পানিগুলোর দাপটে বাজার আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠার প্ররিপ্রেরিক্ষিতে প্রতিষ্ঠান দুটি সমঝোতা করল।

যৌথ চুক্তির আয়তায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত রিভিয়ানের জন্য বিনিয়োগ জোগান দেবে ভক্সওয়াগন। রিভিয়ানের নতুন আরটু মডেলের এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল) গাড়িটি আগামী বছর বাজারে আসার কথা রয়েছে, যেটি আকারে আগের মডেলগুলোর চেয়ে ছোট এবং দামে আরও সাশ্রয়ী। ধারণা করা হচ্ছে, এই চুক্তি ওই গাড়ির মডেল দ্রুত বাজারে আনতে সহায়ক হবে।

অন্যদিকে এই চুক্তির আয়তায় ভক্সওয়াগন তাদের নিজেদের মডেলে রিভিয়ানের প্রযুক্তি ব্যবহার করতে পারবে। রিভিয়ানের এসব প্রযুক্তি ব্যবহার করে নতুন মডেলের গাড়ি ২০২৭ সালের প্রথম দিকে বাজারে আসবে বলে আশা করছে ভক্সওয়াগন।

বিজ্ঞাপন

যৌথ চুক্তির বিবৃতিতে বলা হয়, তাদের এই চুক্তির আওতায় গাড়ি উৎপাদনের খরচ কমবে। এ ছাড়া নতুন প্রযুক্তিকে খুব দ্রুত সময়ের মধ্যে বাজারে আনা সম্ভব হবে।

সারাবাংলা/এইচআই/টিআর

টেসলা বিদ্যুৎচালিত গাড়ি ভক্সওয়াগন রিভিয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর