ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে শান্ত
১৩ নভেম্বর ২০২৪ ১৬:০৫
একের পর এক সিরিজ হারে সময়টা মোটেও ভালো কাটছে না তার। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এত দুঃসংবাদের মাঝে পেলেন একটি সুসংবাদ। আফগানিস্থানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ভালো স্কোরের সুবাদে শান্ত ছুঁয়েছেন ক্যারিয়ার সেরা র্যাংকিং।
আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি শান্ত। তবে প্রথম দুই ম্যাচে করেছেন ১২৩ রান। প্রথম ম্যাচে শান্ত করেন ৪৭, দ্বিতীয় ম্যাচে পেয়েছেন হাফ সেঞ্চুরি, আউট হয়েছেন ৭৬ রানে। এই দুই ম্যাচের ভালো পারফরম্যান্সের কারণেই র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন শান্ত।
আজ প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন শান্ত। ১১ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তান কিপার রিজওয়ানের সাথে যৌথভাবে এই অবস্থানে আছেন শান্ত। এটি ওয়ানডে ফরম্যাটে তার ক্যারিয়ারের সেরা র্যাংকিং।
শান্তর সাথে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহরও। শেষ ম্যাচে ৯৮ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ১০ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন তিনি। র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম।
এদিকে অলরাউন্ডারের তালিকায় ৪ ধাপ এগিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তিন ম্যাচে ১১৬ রান ও ৩ উইকেটে মিরাজ এখন আছেন চতুর্থ স্থানে।
সারাবাংলা/এফএম