বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান ড. ইউনূসের
সারাবাংলা ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪ ১৮:৫৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২০:৩৫
১৩ নভেম্বর ২০২৪ ১৮:৫৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২০:৩৫
ঢাকা: বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও ওষুধ কোম্পানিগুলোকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৩ নভেম্বর) ঢাকায় পাওয়া এক বার্তায় বলা হয়েছে, আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯ জলবায়ু সম্মেলনে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সাইডলাইন অনুষ্ঠানে বক্তৃতার সময় তিনি এ আহ্বান জানান।
আগের দিন প্রফেসর ইউনূস কপ২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। এছাড়া আজ বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠক করেন।
সারাবাংলা/পিটিএম