হাইকোর্টের ১২ বিচারপতিকে তদন্ত সাপেক্ষে বেঞ্চ দিতে আবেদন
১৩ নভেম্বর ২০২৪ ১৯:০২
ঢাকা: হাইকোর্ট বিভাগের ছুটিতে পাঠানো ১২ বিচারপতির বিষয়ে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে বিচারককার্যে অংশগ্রহণের জন্য বেঞ্চ প্রদান করতে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন এক আইনজীবী।
বুধবার (১৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন এ আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, ‘হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারক বেঞ্চ পাচ্ছেন না। পরবর্তীতে ২০ অক্টোবর দৈনিক কার্য তালিকায় ১২ জন বিচারপতিকে বিচারকার্য পরিচালনা করার জন্য কোন বেঞ্চ দেওয়া হয়নি। যেসব বিচারপতিদের বেঞ্চ দেওয়া হয়নি তাদের মধ্যে ২০০৪ সালের ২৩ আগস্ট নিয়োগ প্রাপ্ত বিচারপতিও রয়েছেন।
আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, স্কাইপি কেলেঙ্কারী এবং কোটার জাজমেন্ট সম্পর্ককে যতটুকু জানতে পেরেছি তাতে বিচারপতিগণ কোন অপকর্মে জড়িত ছিল না। তাদের দিয়ে ফ্যাসিস্ট সরকার শপথ ভঙ্গ করিয়েছে এবং দলীয় প্রভাব খাটিয়ে বিতর্কিত করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যুদ্ধাপরাধ মামলার এবং কোটার জাজমেন্ট যথাক্রমে বিদেশে বসে এবং গুলিস্তানে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে লিখা হয়েছে এবং পরে বিচারপতিদের দিয়ে আদালতের মাধ্যমে ঘোষণা করানো হয়েছে। তাদের দিয়ে জোরপূর্বক শপথ ভঙ্গ করানো হয়েছে।
উল্লেখ্য, যে বিচারক সংকটে বিচার ব্যবস্থা প্রায় স্থবির হয়ে আছে। এখন যদি বিচারপতিদের ছুটিতে বসিয়ে রাখা হয় তাহলে বিচার ব্যবস্থা আরও স্থবির হয়ে পড়বে এবং রাষ্ট্রের অর্থের অপচয় হবে।
অতএব, বিনীত প্রার্থনা বিচারপতিদের বেঞ্চ দিয়ে বিচারকার্য ত্বরান্বিত করতে মহাশয়ের মর্জি হয়।’
এদিকে গত ১১ নভেম্বর হাইকোর্ট বিভাগের ১৫ জন বিচারপতির বিচারকার্য থেকে বিরত রাখা বা বিচারকার্য থেকে বিরত থাকা বা দৈনিক কার্যতালিকায় তাদের নাম না থাকার কারণ জানতে চেয়ে তথ্য অধিকার আইনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ।
সারাবাংলা/কেআইএফ/এসডব্লিউ