অবৈধভাবে ভারতে যাওয়ার পথে নারী ও শিশুসহ আটক ৬
১৩ নভেম্বর ২০২৪ ১৯:৪৮
বেনাপোল: অবৈধ পথে বেনাপোল ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে নারী ও শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন নড়াইল জেলার দেলদুয়ার থানার মাটাইন গ্রামের মৃত মেঘের ছেলে আনন্দ সূত্রধর (৫৩), আনন্দ সূত্রধরের ছেলে প্রসেনজিৎ সূত্রধর (২৮), স্ত্রী ভানু রানী (৪৬), প্রসেনজিতের স্ত্রী প্রীতি সূত্রধর (২০), যশোর জেলার শার্শা থানার বড়কালীন গ্রামের জাহাঙ্গীর শেখ স্ত্রী রিনা খাতুন (৪৫) ও আনুমানিক দুই বছর বয়সী এক শিশু।
লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, অবৈধভাবে ভারতে যাওয়া পথে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিনজন পুরুষ, এক শিশুসহ দুই নারীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক ও অবৈধভাবে কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশের চেষ্টার কথা স্বীকার করেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
সারাবাংলা/এসআর