Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই অভ্যুত্থানের ১০০দিন উপলক্ষে কর্মসূচি ঘোষণা

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ২১:০১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২২:৩৮

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় কমিটির বৈঠক

ঢাকা: জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র-জনতার অভ্যুত্থানের ১০০দিন উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। আগামী ১৫ নভেম্বর ঢাকায় ও ঢাকার বাইরে শহিদ পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করবেন সমন্বয়করা।

বুধবার (১৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সূত্র জানায়, ১৮৫ জন কেন্দ্রীয় সমন্বয়ক ও সহ-সমন্বয়কে নিয়ে কমিটিকে কীভাবে অর্গানাইজ করা যায় সে বিষয়ে কথা হয়েছে বৈঠক। বর্তমানে চার সদস্যবিশিষ্ট যে কমিটি রয়েছে সেটাকে কীভাবে আরও বর্ধিত করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র আরও জানায়, চলতি সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে ২০-২২ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হবে। যে কমিটির প্রত্যেকে আলাদা আলাদা সেলভিত্তিক কাজ করবেন।

বিজ্ঞাপন

এছাড়াও, বৈঠকে বর্তমান সরকারের ব্যর্থতা ও সফলতাসহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া, উপদেষ্টাদের জবাবদিহিতার আওতায় আসার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সারাবাংলা/এআইএন/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর