Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগের কাউন্সিলরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ২১:২৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২১:২৭

চট্টগ্রাম ব্যুরো: অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর অপসারণ করা চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ দলীয় কাউন্সিলরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে দলীয় কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গনে নগরীর ১৫টি সাংগঠনিক থানা ও ৪৩ ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।

বিজ্ঞাপন

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলররা সীমাহীন দুর্নীতি করেছেন। প্রত্যেক ওয়ার্ডে তাদের দুর্নীতির তথ্যপ্রমাণ আমার কাছে আছে। অচিরেই এসব দুর্নীতিবাজ কাউন্সিলরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে।’

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে আমি আপনাদের সহযোগিতা চাই। চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম আপনাদের সঙ্গে সমন্বয় করে করতে চাই। আমি ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরি করতে ওয়ার্ডে-ওয়ার্ডে যাচ্ছি। আশা করি, আপনারা আমার পাশে থাকবেন। আপনারাও সচেতনতামূলক লিফলেট বিতরণ করবেন।’

‘সামনে সিটি করপোরেশনের নির্বাচন। এখন আপনাদের অনেক দায়িত্ব। আপনারা যারা ওয়ার্ডে নির্বাচন করার চিন্তাভাবনা করছেন, এখন থেকে কাজ শুরু করুন। আপনারা যদি জনগণের জন্য কাজ না করেন, তাহলে নির্বাচন করা কঠিন হয়ে যাবে।’

নগরীর কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও নগর কমিটির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, মো. সালাউদ্দিন, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউল আলম স্বপন, মোশাররফ হোসেন ডিপটি, হানিফ সওদাগর, সরফরাজ কাদের চৌধুরী রাসেল, মোহাম্মদ আজম, মো. ইসমাইল বালি এবং শামসুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসআর

কাউন্সিলরদের দুর্নীতি চট্টগ্রাম

বিজ্ঞাপন

ফায়ার ফাইটার নয়নের দাফন সম্পন্ন
২৭ ডিসেম্বর ২০২৪ ০২:৩৫

আরো

সম্পর্কিত খবর