Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে আয়কর পরিশোধে খরচ কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ২২:১৭

অনলাইনে অর্থ পরিশোধ। প্রতীকী ছবি

ঢাকা: ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল আর্থিক সেবা সেবা (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করার খরচ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। দেশের সব ব্যাংক, এমএফএস ও লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে (পিএসপি) এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আয়কর পরিশোধ করলে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকদের কাছ থেকে লেনদেনপ্রতি সর্বোচ্চ ২০ টাকা আদায় করা যাবে। আর ২৫ হাজার টাকার বেশি হলে লেনদেনপ্রতি সর্বোচ্চ ৫০ টাকা আদায় করা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়, এমএফএস অথবা পিএসপি ওয়ালেট ব্যবহারের মাধ্যমে লেনদেন হলে লেনদেনপ্রতি ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা আদায় করা যাবে। এ মাশুলের মধ্যেই মূল্য সংযোজন কর বা ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে গত ২৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে। ওই চিঠিতে বলা হয়, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস/পিএসপির মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে বেশি হারে মাশুল (ফি) কেটে নেওয়া হচ্ছে।

চিঠিতে এ মাশুল কমানোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানোর ১৭ দিন পর আজ বুধবার নির্দেশনাটি জারি করল কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনার ফলে গ্রাহকদের খরচ কিছুটা কমবে।

২০২১ সালের ১৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে আয়কর পরিশোধের মাশুল হার নিয়ে একটি প্রজ্ঞাপন জারি রয়েছে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী এতদিন ১ দশমিক ৬ শতাংশ টাকা কেটে রাখা হচ্ছিল।

বিজ্ঞাপন

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বাংলাদেশে ইস্যু করা কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকের কাছ থেকে লেনদেনপ্রতি সর্বোচ্চ ২০ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) ও ২৫ হাজার টাকার বেশি লেনদেনপ্রতি সর্বোচ্চ ৫০ টাকা টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) আদায় করা যাবে।

এ ছাড়া এমএফএস/পিএসপি ওয়ালেট ব্যবহার করে লেনদেনে গ্রাহকের কাছ থেকে লেনদেনপ্রতি ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকার (ভ্যাট অন্তর্ভুক্ত) মধ্যে যেটিপ কম তা আদায় করা যাবে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

অনলাইনে আয়কর আয়কর আয়কর পরিশোধ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর