Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের ১০ নম্বর জার্সি উঠছে যার গায়ে

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪ ১০:১৮

রাফিনহা

ব্রাজিলের আইকনিক ১০ নম্বর জার্সি পরেছেন পেলে, জিকো, রোনালদিনহোদের মতো কিংবদন্তিরা। তাদের উত্তরসূরি হিসেবে এই জার্সির মালিক হয়েছিলেন নেইমার। এবার নতুন ‘নাম্বার টেন’ পেতে যাচ্ছে সেলেসাওরা। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ১০ নম্বর জার্সি গায়ে জড়াবেন বার্সেলোনা তারকা রাফিনহা।

অনেক বছর ধরেই ১০ নম্বর জার্সিটা নেইমারের দখলে। তবে গত বছরের অক্টোবরে নেইমারের ইনজুরির পর থেকে সাময়িকভাবে মালিকানা পরিবর্তন হয়েছে এই জার্সির। এই সময়ে ১০ নম্বর জার্সি পরেছেন ব্রাজিল ফরোয়ার্ড রদ্রিগো। তবে ইনজুরির কারণে এই মাসের বাছাইপর্বের স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনিও। ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে তাই নতুন ‘নাম্বার টেন’ খুঁজছিল ব্রাজিল।

বিজ্ঞাপন

রদ্রিগোর অনুপস্থিতিতে এবার ১০ নম্বর জার্সির মালিক হয়েছেন রাফিনহা। সাধারণত ১১ নম্বর জার্সি পরেই নামেন রাফিনহা। এই মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। বার্সার হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ১২ গোল করেছেন রাফিনহা। গত মাসে বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের হয়ে হ্যাটট্রিকও করেছেন তিনি।

আগামীকাল বাছাইপর্বের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ৫ দিন পর তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল।

সারাবাংলা/এফএম

১০ নম্বর জার্সি ব্রাজিল রাফিনহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর