ট্রাম্প সরকারে অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ম্যাট গেটজ
১৪ নভেম্বর ২০২৪ ১০:০৭
মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে অ্যটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে তিনি ম্যাটকে অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ম্যাটকে একজন আইনজীবী ও হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য উল্লেখ করে লিখেছেন, আমাদের বিচার ব্যবস্থার পক্ষপাতমূলক অস্ত্রায়নের অবসানের চেয়ে আমেরিকায় কয়েকটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ।
ট্রাম্প আরও লেখেন, ‘ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবেন, আমাদের দেশের সীমান্ত রক্ষা করবেন, অপরাধী সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করবেন এবং আমেরিকানদের মধ্যে বিভাগের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন।’
ট্রাম্পের একজন সমর্থক ম্যাটকে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনায়ন দেওয়ায় অভিনন্দন জানিয়ে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করা একটি সম্মান।
এর আগে ট্রাম্প চিফ অব স্টাফের দায়িত্ব দিয়েছেন সুসি উইলসকে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিককে মনোনীত করেছেন। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’র দায়িত্বে থাকবেন টেসলা বস ইলন মাস্ক। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হিসেবে মনোনীত করেছেন সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমকে।
সারাবাংলা/এইচআই